শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ড অব দি ইয়ার হিসেবে ‘লকডাউন’কে বেছে নিল কলিন্স ডিকশনারি

রাশিদুল ইসলাম : [২] বিশ^জুড়ে করোনাভাইরাসের সময়ে ‘লকডাউন’ শব্দটিকে ‘বাজওয়ার্ড’ হিসেবে মনে করছেন কলিন্স ডিকশনারি। যা রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে সবদেশে। করোনাকালে ‘লকডাউন’ শব্দটি ফ্যাশনাবেল হয়েও দাঁড়িয়েছে। ডেইলি মেইল

[৩] অভিধানবিদরা ‘লকডাউন’ শব্দের আড়াই লাখ ব্যবহার লিপিবদ্ধ করেছেন এ বছর। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার। সংক্ষেপে বিএলএম বা ব্লাক লাইভস ম্যাটার কিংবা মেগজিট শব্দও আছে। আমাদের কাউকে কোনো শব্দ বাছাই করতে বললে তা মুদ্রণযোগ্য নাও মনে হতে পারে, তবে কলিন্স ‘লকডাউন’কেই বেছে নিয়েছে।

[৪] ‘লকডাউন’ শব্দের অর্থ মানে কলিন্স ডিকশনারি ভ্রমণ, সামাজিক মেলামেশা ও জনসমাবেশে কঠোর বিধিনিষেধ আরোপ হিসেবে সংজ্ঞায়িত করেছে। ১০টি মানের অন্যগুলো হচ্ছে স্ববিচ্ছিন্ন, সাময়িক ছুটি, সামাজিক দূরত বা এক অর্থে করোনাভাইরাস।

[৫] কলিন্সের ভাষা বিষয়ক পরামর্শদাতা হেলেন নিউজস্টিড বলেন, ভাষা আমাদের চারপাশের বিশে^র প্রতিচ্ছবি এবং এ বছর বিশ^ব্যাপী মহামারী প্রাধান্য পেয়েছে। বিশ^ব্যাপী কোটি কোটি মানুষ লকডাউনের অভিজ্ঞতায় ভাইরাস থেকে সংক্রমিত না হতে নিজেদের জীবনকে সীমাবদ্ধ করেছে।

[৬] তিনি বলেন লকডাউন আমাদের কাজ, শিক্ষা, দোকানপাট, সমাজ ও জীবিকাকে আক্রান্ত করেছে। অনেক দেশ দ্বিতীয়বারের মত লকডাউন আরোপ করছে ফলে সেসব দেশের মানুষ হয়ত এ শব্দটি উদযাপন করতে চাইবে না কিন্তু এ শব্দটি বছরের সমষ্টি হয়ে উঠেছে।

[৭] একই সঙ্গে এ বছর ‘টিক টকার’ হিসেবে কোটি কোটি তরুণ তরুণীর চীনা মিডিয়া অ্যাপ টিকটকের সঙ্গে পেশাগত সম্পর্ক ও স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়