শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ড অব দি ইয়ার হিসেবে ‘লকডাউন’কে বেছে নিল কলিন্স ডিকশনারি

রাশিদুল ইসলাম : [২] বিশ^জুড়ে করোনাভাইরাসের সময়ে ‘লকডাউন’ শব্দটিকে ‘বাজওয়ার্ড’ হিসেবে মনে করছেন কলিন্স ডিকশনারি। যা রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে সবদেশে। করোনাকালে ‘লকডাউন’ শব্দটি ফ্যাশনাবেল হয়েও দাঁড়িয়েছে। ডেইলি মেইল

[৩] অভিধানবিদরা ‘লকডাউন’ শব্দের আড়াই লাখ ব্যবহার লিপিবদ্ধ করেছেন এ বছর। গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার। সংক্ষেপে বিএলএম বা ব্লাক লাইভস ম্যাটার কিংবা মেগজিট শব্দও আছে। আমাদের কাউকে কোনো শব্দ বাছাই করতে বললে তা মুদ্রণযোগ্য নাও মনে হতে পারে, তবে কলিন্স ‘লকডাউন’কেই বেছে নিয়েছে।

[৪] ‘লকডাউন’ শব্দের অর্থ মানে কলিন্স ডিকশনারি ভ্রমণ, সামাজিক মেলামেশা ও জনসমাবেশে কঠোর বিধিনিষেধ আরোপ হিসেবে সংজ্ঞায়িত করেছে। ১০টি মানের অন্যগুলো হচ্ছে স্ববিচ্ছিন্ন, সাময়িক ছুটি, সামাজিক দূরত বা এক অর্থে করোনাভাইরাস।

[৫] কলিন্সের ভাষা বিষয়ক পরামর্শদাতা হেলেন নিউজস্টিড বলেন, ভাষা আমাদের চারপাশের বিশে^র প্রতিচ্ছবি এবং এ বছর বিশ^ব্যাপী মহামারী প্রাধান্য পেয়েছে। বিশ^ব্যাপী কোটি কোটি মানুষ লকডাউনের অভিজ্ঞতায় ভাইরাস থেকে সংক্রমিত না হতে নিজেদের জীবনকে সীমাবদ্ধ করেছে।

[৬] তিনি বলেন লকডাউন আমাদের কাজ, শিক্ষা, দোকানপাট, সমাজ ও জীবিকাকে আক্রান্ত করেছে। অনেক দেশ দ্বিতীয়বারের মত লকডাউন আরোপ করছে ফলে সেসব দেশের মানুষ হয়ত এ শব্দটি উদযাপন করতে চাইবে না কিন্তু এ শব্দটি বছরের সমষ্টি হয়ে উঠেছে।

[৭] একই সঙ্গে এ বছর ‘টিক টকার’ হিসেবে কোটি কোটি তরুণ তরুণীর চীনা মিডিয়া অ্যাপ টিকটকের সঙ্গে পেশাগত সম্পর্ক ও স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়