নূর মোহাম্মদ : [২] মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের পক্ষে ১৮ টি যুক্তিতে এ আবেদন করা হয়।
[৩] বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী তানভীর আহমেদ আল আমীন।
[৪] এর আগে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ২১ অক্টোবর তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরদিন ২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন।