শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন সেখানে বাংলাদেশের একটি বিশেষায়িত দলের গাড়ি চালক হিসেবে নিয়োজিত ছিলেন বলে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষীদের বিশেষায়িত ওই দলটি রোববার কাগা বন্দর থেকে বাঙ্গুইয়ের দিকে যাত্রা শুরু করে। স্থানীয় রাত ১২টা ২৫ মিনিটে ডেলে এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতুতে ওঠার সময় পিচ্ছিল সংযোগ সড়কে একটি ওয়াটার বাউজার (পানিবাহী ট্যাংকার) নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) এবং সৈনিক মোকলেছুর রহমান বীর (৩১) গুরুতর আহত হন।

আহত দুজনকে বর্তমানে বাঙ্গুইতে জাতিসংঘের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের শিগগিরই উগান্ডায় পাঠানোর কথা রয়েছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়