শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে নিপীড়ন থেকে রক্ষায় নিজেদের সশস্ত্র করছে একটি কৃষ্ণাঙ্গ গ্রুপ

আসিফুজ্জামান পৃথিল: [২] আরও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার বিচার চাইতে লুইজিয়ানার লাফায়েতেতে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখান থেকে গুলির শব্দ ভেসে আসায় এর উৎস সম্পর্কে কেউই নিশ্চিত হতে পারছিলোনা। কিন্তু সেখানে একটি গ্রুপ ছিলো। স্বশস্ত্র এই গ্রুপের নাম নট ফা*ং অ্যারাউন্ড কোয়ালিশন বা এনএফএসি। সিএনএন

[৩] অন্যদের মতো এনএফএসির সদস্যরা গুলির শব্দ শুনে পালিয়ে যাননি। বরং তারা হাটু মুড়ে রীতিমতো পাল্টা হামলার প্রস্তুতি নেন। তারা সকলেই ছিলোন স্বশস্ত্র। আটলান্টাভিত্তিক এই গ্রুপটি একেবারেই ছোট নয়। তাদের সদস্য কয়েক হাজার। যাদের প্রত্যেকের কাছেই স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে।

[৪] ২০১৭ সালে এই গ্রুপ প্রতিষ্ঠিত হয়। তাদের দাবি ছিলো জর্জিয়ার ব্রন্সউইকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম কনফেডারেট স্মৃতিচিহ্ন সরাতে হবে। এছাড়াও বিভিন্ন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু বা হত্যার বিচার দাবিও ছিলো তাদের উদ্দেশ্য। কিন্তু এ বছর জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর তারা বেশ শক্তিশালী হয়ে উঠে। এনএএফসি

[৫] তারা এখন বিভিন্ন মিছিলে প্রকাশ্যে অস্ত্র বহন করছে। এর পেছনে যুক্ত হিসেবে তারা বলছে মার্কিন সংবিধানের ২য় সংশোধনী অনুযায়ী, সকল নাগরিকের অস্ত্র রাখা ও পরিবহনের অধিকার রয়েছে।

[৬] এর আগে যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরে কৃষ্ণাঙ্গদের স্বশস্ত্র গ্রুপ দেখা গেছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় ব্ল্যাক প্যান্থার পার্টি। তাদের জন্ম হয় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যু হলে। অবশ্য দলটির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়