শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাছের লোকের হাতেই যে কারণে খুন হতে পারেন সৌদি যুবরাজ সালমান !

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে মধ্য প্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যায় তাহলে ‘ইরান, কাতার এবং কাছের লোকদের হাতে মৃত্যু হতে পারে তার। সম্প্রতি ইসরায়েলি-আমেরিকান বিলিয়নিয়ার হাইম সাবানের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেতজ নিউজ।

হারৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ও উন্নতির স্বার্থে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে বাইডেনের পক্ষে গত বুধবার অনলাইন প্রচারণা চালানোর সময় প্রিন্স সালমান নিয়ে এসব কথা জানান বিনোদন জগতের মোগল হাইম সাবান।

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সৌদি আরবের ভালো সম্পর্ক রয়েছে। এ ছাড়া মুসলিম বিশ্বের অন্যতম দেশটি ইদানিং ইসরায়েল সম্পর্কে অনেকটা শিথিল আচরণ দেখাচ্ছে। এদিকে গত শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সুদানও। এ খবর জানানোর দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশও ইসরায়েলের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে।

এদিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জান্তা সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।শুক্রবার সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, আমরা আত্মসমর্পণ করব না, এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।” সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়