শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুলে অতিরিক্ত বেতন নেয়ার প্রতিবাদে রূপনগর সড়কে অভিভাবকদের বি‌ক্ষোভ (ভিডিও)

ইসমাঈল ইমু : [২] মনিপুর স্কুলে এই বেতন নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার পর থেকে তারা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাইজিংবিডি

[৩] রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেতন এর প্রতিবাদে অভিভাবকরা সড়কে অবরোধ করছেন। তবে অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

[৪] স্থানীয় ভাবে জানা গেছে, শনিবার দুপুর বারোটার পর পরই দুই থেকে আড়াই শতাধিক অভিভাবক মনিপুর স্কুলের সামনের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে অনৈতিকভাবে বেতন নেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান

[৫] বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন, করোনার সময় স্কুল ক্লাস বন্ধ থাকলেও বেতন বন্ধ নেই। আর অনলাইনে যে ক্লাস করা হয় তা নিয়মিত করা হচ্ছে না। অথচ নিয়মিত বেতন আদায়ের জন্য তারা বিভিন্ন সময় বলে আসছে। যা অমানবিক। কেননা করোনার কারণে অনেক অভিভাবকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সেখানে এভাবে যদি বেতনের জন্য চাপ দেয় তাহলে আমরা যাব কোথায়?।

[৬] এদিকে অভিভাবকদের সড়ক অবরোধ করায় ওই এলাকার বিভিন্ন সড়কে যান যানচলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। দূর্ভোগে পড়েছেন পথচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়