শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুলে অতিরিক্ত বেতন নেয়ার প্রতিবাদে রূপনগর সড়কে অভিভাবকদের বি‌ক্ষোভ (ভিডিও)

ইসমাঈল ইমু : [২] মনিপুর স্কুলে এই বেতন নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার পর থেকে তারা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাইজিংবিডি

[৩] রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বেতন এর প্রতিবাদে অভিভাবকরা সড়কে অবরোধ করছেন। তবে অভিভাবক ও স্কুল প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

[৪] স্থানীয় ভাবে জানা গেছে, শনিবার দুপুর বারোটার পর পরই দুই থেকে আড়াই শতাধিক অভিভাবক মনিপুর স্কুলের সামনের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে অনৈতিকভাবে বেতন নেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান

[৫] বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করেন, করোনার সময় স্কুল ক্লাস বন্ধ থাকলেও বেতন বন্ধ নেই। আর অনলাইনে যে ক্লাস করা হয় তা নিয়মিত করা হচ্ছে না। অথচ নিয়মিত বেতন আদায়ের জন্য তারা বিভিন্ন সময় বলে আসছে। যা অমানবিক। কেননা করোনার কারণে অনেক অভিভাবকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সেখানে এভাবে যদি বেতনের জন্য চাপ দেয় তাহলে আমরা যাব কোথায়?।

[৬] এদিকে অভিভাবকদের সড়ক অবরোধ করায় ওই এলাকার বিভিন্ন সড়কে যান যানচলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে তীব্র যানজট। দূর্ভোগে পড়েছেন পথচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়