শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বিকেলে আবুধাবিতে নাইটদের সামনে দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক : [২] কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে একেবারেই ধারাবাহিক নয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের সামনে দিল্লি ক্যাপিটালস। আরসিবির কাছে লজ্জাজনক হারের পর দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মরগ্যানের কেকেআর। অন্যদিকে দিল্লিও আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরেছে। নাইটদের হারিয়ে তাই প্লে-অফ পাকা করতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল।

[৩] ১০ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৪। প্লে-অফ এক প্রকার নিশ্চিত তা বলা যেতে পারে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ১০ ম্যাচে পয়েন্ট ১০। লিগ টেবিলে চার নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত তা বলা যায় না। তাই প্লে-অফের দৌড়ে থাকতে মাস্ট উইন গেম মরগ্যানের দলের। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে হেরেছিল কলকাতা।

[৪] এবার তাই বদলার ম্যাচ নাইটদের। আইপিএলে মুখোমুখি লড়াইয়ে ২৫ বারের সাক্ষাতে ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স আর ১২ বার জিতেছে দিল্লি। পরিসংখ্যানের বিচারে হয়তো একটু এগিয়ে কলকাতা। কিন্তু সা¤প্রতিক ফর্মের নিরিখে অ্যাডভান্টেজ দিল্লি, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

[৫] সাড়ে পনেরো কোটির কামিন্স ফর্মে নেই। ফর্মে নেই আন্দ্রে রাসেলও। ব্যাটিং-বোলিং কোনও কিছুতেই সেভাবে ধারাবাহিক নয় কেউই নাইট শিবিরে। অন্যদিকে দিল্লি শিবিরে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করে টম ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। সঙ্গে শ্রেয়স আইয়ার ও মার্কোস স্টোইনিস ব্যাট হাতে দিল্লির বড় ভরসা। আর বল হাতে মরু শহরে আগুন ছোটাচ্ছেন কাগিসো রাবাদা, এনরিখে নর্টজেরা। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শনিবার দুপুরের আবু ধাবি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়