শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বিকেলে আবুধাবিতে নাইটদের সামনে দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক : [২] কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে একেবারেই ধারাবাহিক নয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের সামনে দিল্লি ক্যাপিটালস। আরসিবির কাছে লজ্জাজনক হারের পর দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মরগ্যানের কেকেআর। অন্যদিকে দিল্লিও আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরেছে। নাইটদের হারিয়ে তাই প্লে-অফ পাকা করতে মরিয়া শ্রেয়স আইয়ারের দল।

[৩] ১০ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৪। প্লে-অফ এক প্রকার নিশ্চিত তা বলা যেতে পারে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ১০ ম্যাচে পয়েন্ট ১০। লিগ টেবিলে চার নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত তা বলা যায় না। তাই প্লে-অফের দৌড়ে থাকতে মাস্ট উইন গেম মরগ্যানের দলের। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে হেরেছিল কলকাতা।

[৪] এবার তাই বদলার ম্যাচ নাইটদের। আইপিএলে মুখোমুখি লড়াইয়ে ২৫ বারের সাক্ষাতে ১৩ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স আর ১২ বার জিতেছে দিল্লি। পরিসংখ্যানের বিচারে হয়তো একটু এগিয়ে কলকাতা। কিন্তু সা¤প্রতিক ফর্মের নিরিখে অ্যাডভান্টেজ দিল্লি, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

[৫] সাড়ে পনেরো কোটির কামিন্স ফর্মে নেই। ফর্মে নেই আন্দ্রে রাসেলও। ব্যাটিং-বোলিং কোনও কিছুতেই সেভাবে ধারাবাহিক নয় কেউই নাইট শিবিরে। অন্যদিকে দিল্লি শিবিরে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করে টম ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান। সঙ্গে শ্রেয়স আইয়ার ও মার্কোস স্টোইনিস ব্যাট হাতে দিল্লির বড় ভরসা। আর বল হাতে মরু শহরে আগুন ছোটাচ্ছেন কাগিসো রাবাদা, এনরিখে নর্টজেরা। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শনিবার দুপুরের আবু ধাবি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়