শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার পাথরঘাটায় স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটায় তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অষ্টোবর) দুপুরে সদর উপজেলার ঝাউডাঙা বাজার থেকে স্থানীয়রা তাকে তাকে আটক করে পুলিশে দেয়। এদিকে, ধর্ষককে ছাড়িয়ে নিতে একটি মহল শুক্রবার দুপুর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

[৩] ধর্ষক আলী শেখ (১৭)সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাবুল শেখের ছেলে।

[৪] ঘটনার বিবরণে জানা যায়, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক ইজিবাইক চালকের শিশু কন্যাকে বুধবার বেলা ১১ টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় একই গ্রামের বিদেশ প্রবাসী বাবলু শেখের ছেলে আলী শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ঘরে মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের পর মেয়েটি খুবই অসুস্থ অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

[৫] এরপর তার মা তাকে মোবাইল ফোনে বিষয়টি তার বাবাকে জানানোর পর তিনি দ্রুত বাড়িতে গিয়ে আহত অবস্থায় তার কন্যাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ওই স্কুল ছাত্রীর বাবা জানান, এ ঘটনায় তিনি ওই দিন রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, আসামি পক্ষের লোকজন তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছেন।

[৬] ঝাউডাঙা বাজিার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান, ধর্ষক আলী শেখকে শুক্রবার দুপুরে সদর থানার উপ-পরিদর্শক ও এ মামলার তদন্তকারি কর্মকর্তা অহিদুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়েছে।

[৭] সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক আলী শেখকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে শিশু আদালতে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়