শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ড ফেরত যুবক পথ ভুল করে গফরগাঁওয়ে, প্রাইভেট হেলিকপ্টারে ফিরলেন বাড়ি

আজহারুল হক: [২] ময়মনসিংহের গফরগাঁওয়ে সুইজারল্যান্ড ফেরত এক যুবক পথ ভুল করে চলে আসেন। সুইজারল্যান্ড ফেরত ওই যাত্রীর নাম আলাউদ্দিন।

[৩] আলাউদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুলবশত চেপে বসেন ময়মনসিংহ অভিমুখী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে। পরে ট্রেনের যাত্রীদের সাথে কথোপকথনে বুঝতে পারেন তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন। পরে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রাবিরতি করলে তিনি নেমে পড়েন। পরে গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে প্রাইভেট হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে পৌঁছান।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

[৪] জানা যায়, বাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সুইজারল্যান্ডফেরত আলাউদ্দিন বৃহস্পতিবার সকালে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অপেক্ষায় ছিলেন। কিন্তু তিনি ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে না উঠে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। তবে হেলিপক্টার অবতরনের বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন অবহিত না থাকায় মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে ওই যুবকের সাথে কথা বলায় সন্দেহ কেটে যায়।

[৫] গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। খবরটি শুনে খোঁজ নিয়ে জানতে পারি ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকল ভুল করে গফরগাঁওয়ে চলে আসেন। পরে তিনি ব্যক্তিগতভাবে হেলিকপ্টার ভাড়া করে গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়