শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ড ফেরত যুবক পথ ভুল করে গফরগাঁওয়ে, প্রাইভেট হেলিকপ্টারে ফিরলেন বাড়ি

আজহারুল হক: [২] ময়মনসিংহের গফরগাঁওয়ে সুইজারল্যান্ড ফেরত এক যুবক পথ ভুল করে চলে আসেন। সুইজারল্যান্ড ফেরত ওই যাত্রীর নাম আলাউদ্দিন।

[৩] আলাউদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুলবশত চেপে বসেন ময়মনসিংহ অভিমুখী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে। পরে ট্রেনের যাত্রীদের সাথে কথোপকথনে বুঝতে পারেন তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন। পরে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে যাত্রাবিরতি করলে তিনি নেমে পড়েন। পরে গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে প্রাইভেট হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে পৌঁছান।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

[৪] জানা যায়, বাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সুইজারল্যান্ডফেরত আলাউদ্দিন বৃহস্পতিবার সকালে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অপেক্ষায় ছিলেন। কিন্তু তিনি ভুল করে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে না উঠে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। তবে হেলিপক্টার অবতরনের বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন অবহিত না থাকায় মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে ওই যুবকের সাথে কথা বলায় সন্দেহ কেটে যায়।

[৫] গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। খবরটি শুনে খোঁজ নিয়ে জানতে পারি ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকল ভুল করে গফরগাঁওয়ে চলে আসেন। পরে তিনি ব্যক্তিগতভাবে হেলিকপ্টার ভাড়া করে গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়