শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুহিন হোসেন প্রিন্স: দুর্নীতি, লুটপাট, নারী-শিশু নির্যাতন, দখলদারিত্ব, মামলা-হামলা ও কণ্ঠরোধ থেমে নেই

রুহিন হোসেন প্রিন্স: অনেক মানুষের কাজ নেই, কাজ থাকলেও অনেকের বেতন কমে গেছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছেই। করোনা পরিস্থিতিও স্বাভাবিক নয়, যেকোনো সময় বাড়তে পারে। চিকিৎসা ব্যবস্থা সচল নেই। সাধারণ জনগণের দায়, দায়িত্ব নেওয়ার কেউ আছে বলে মনে হয় না। প্রবৃদ্ধির গল্প শুনে লাভ কী? ‘মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সরবরাহ, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, প্রয়োজনীয় মানুষের কাছে নগদ টাকা পৌঁছানো জরুরি।’ একই সঙ্গে করোনা থেকে মুক্ত থাকতে ‘মানসম্পন্ন মাস্ক, হাত ধোয়া সামগ্রী পৌঁছানো,মানুষ যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করতে পারে, তার ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা সচল করা জরুরি’। নিজেদের সচেতনতা,‘নিয়মিত মাস্ক ব্যবহার, নিয়মিত হাতকে জীবাণুমুক্ত রাখা, দূরত্ব বজায় রেখে চলা ও এসব বিষয়ে প্রতি মুহূর্তে অন্যদের সচেতন করাও জরুরি কাজ।’

এসময় দুর্নীতি, লুটপাট, নারী-শিশু নির্যাতন, দখলদারিত্ব, মামলা-হামলা, কণ্ঠরোধ থেমে নেই। থেমে নেই কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করার আয়োজন। অন্ধকারের আপশক্তিও বসে নেই। ঘরে বসে, প্রযুক্তি ব্যবহার করে, ‘মিথ্যা, বিকৃত তথ্য প্রচার, প্রগতিশীল ধারাকে আক্রমণের তীব্রতা বেড়েই চলেছে’। তথ্য বলছে, করোনার সময় ৭২ শতাংশ মানুষের আয় কমে গেলেও কোটিপতির সংখ্যা বেড়েছে। আম্পান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, দেশের শ্রমজীবী মানুষ, বিদেশ থেকে আসা ও বিদেশে থাকা শ্রমজীবী মানুষের সংকটও বাড়ছে। এজন্য সংকটজনক পরিস্থিতিতেও কণ্ঠ সোচ্চার করা, নানা ভাবে জনগণকে সচেতন ও সংগঠিত করা, প্রতিরোধ করার কাজকেও এগিয়ে নেওয়ার বিকল্প নেই । ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়