শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: বাংলাদেশে কমিউনিস্ট পার্টির দরকার আছে কি?

মাসুদ রানা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিম তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে প্রশ্ন করেছেন : ‘১ বছর আগে ভারতে ‘ন্যূনতম বেতন’ ১৮ হাজার টাকা চালু করেছিলো কেরলের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশ তা পারে না কেন?’ মুজাহিদু ইসলাম সেলিম কার প্রতি এ-প্রশ্ন করেছেন, তা তিনিই জানেন। কিন্তু তুলনাটি ঠিক হলো কি? কেরলের সরকার কমিউনিস্ট নেতৃত্বাধীন কিন্তু বাংলাদেশ সরকার আওয়ামী নেতৃত্বাধীন। তো, কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকার যা করে, তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কাছে আশা করা হলে, কমিউনিস্ট পার্টি কোনো দরকার আছে কি?

[২] স্বর্গের সুপারিশ বনাম বাস্তব সাহায্য। মানুষ যখন জীবিত থাকে এবং ভোগে, তখন তোমরা তাদের সহায় হও না, সাহায্যের হাত বাড়াও না কিংবা এমনকি খোঁজও নাও না। কিন্তু এই তোমরাই তাদের মৃত্যুর পর শ্রেষ্ঠ স্বর্গ ‘জান্নাতুল ফিরদৌস’ বরাদ্দের সুপারিশ করতে থাকো! ভাবখানা এমন যে, তোমাদের মতো উদার মানুষ হয় না। বুঝতে আমার এতোটুকু অসুবিধা হয় না যে, শব্দে-বাক্যে সেভেন-স্টার জান্নাত বরাদ্দের সুপারিশে কোনো বুকিং ফি লাগে না বলে তোমরা তা অনায়াসেই করো। কিন্তু যখন মৃতের পরিজনকে সাহায্যের প্রসঙ্গ আসে, তখন তোমাদের খুঁজে পাওয়া যায় না। কারণ তখন স্বার্থ ত্যাগের বিষয় আসে!

তোমাদের সবকিছুতেই শুধু লাভের হিসেবই নয়, বরং কিছু না-দিয়ে ও না-করে কিংবা অল্প দিয়ে ও অল্প করে কীভাবে বেশি লাভ করা যায় ও বেশি নাম কামানো যায়, এই তোমাদের জীবন-প্রেষণা ও বিশ^বীক্ষা। মনুষ্যত্ব কাকে বলে, তার সাথে সম্ভবতঃ তোমাদের কোনো কালে ন্যূনতম কোনো পরিচয়ই হয়নি। তোমাদের কি আসলেই মানুষ হতে এতোটুকুও সাধ জাগে না?

২১/১০/২০২০। লন্ডন, ইংল্যান্ড

ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়