শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে আফগান বাহিনীর বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানকে লক্ষ্য করে মসজিদ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আফগান সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হতাহতের সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত ১১ জনই শিশু। এসময় তারা সেখানে নামাজ আদায় করছিল। হামলায় ইমামও নিহত হয়েছে।

আফগান সামরিক বাহিনীর মুখপাত্র হাদি জামাল জানান, বুধবার সন্ধ্যায় অভিযান চালানো হয়েছে। দুর্ঘটনাবশত এতে শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে কি না সে বিষয়ে তিনি জানেন না বলে মন্তব্য করেন। ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।

ডিপিএ নিউজ এজেন্সিকে তাখার প্রদেশের কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি জানান, বুধবার সকালে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়।

আফজালি জানান, নিরাপত্তা বাহিনীর ওপর নৃশংস হামলায় জড়িত তালেবান সদস্যরা ওই মসজিদে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিমান থেকে গোলা নিক্ষেপ করা হয়।

আফজালি এবং নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা জানিয়েছেন, অভিযানের আগেই মসজিদ ত্যাগ করে তালেবানের সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানায়, তালেবান তাখার প্রদেশের বাহারাক জেলায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছিল। তাদের প্রতিহত করতে সরকারি বাহিনীকে আহ্বান জানানো হয়।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল কাউয়ুম জানান, নিহতদের মধ্যে ১০ জনই তালেবানের বিশেষ শাখার সদস্য।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, তাখারে সশস্ত্রগোষ্ঠী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত রয়েছে।

শান্তি আলোচনা

যুক্তরাষ্ট্রের সহায়তায় কাতারের দোহায় দীর্ঘ যুদ্ধ থেকে বের হওয়ার একটি শান্তিপূর্ণ উপায় খুঁজতে আলোচনা করছে তালেবান এবং কাবুল সরকার। এরমধ্যেই আফগানিস্তানে সংঘাতের মাত্র বেড়েছে।

ফেব্রুয়ারিতে ১৯ বছরের দীর্ঘ সংঘাত নিরসনে তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র। ১ মাসের বেশি সময় ধরে তালেবান এবং ওয়াশিংটন সমর্থিন আফগান সরকারের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত বড় কোনো সফলতা আসেনি।

যুদ্ধবিরতির প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তালেবান। যুদ্ধবিরতির বিষয়ে একমত হওয়ার আগে বিশেষজ্ঞরা দীর্ঘ ও শক্ত আলোচনার প্রত্যাশা করেছেন।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় গেলো এক সপ্তাহে ধরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক লাখ স্থানীয় বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়