ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে।উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।সময়টিভি
বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শাহাদাত হোসেন সময় সংবাদকে জানান, ২ নম্বর সংকেত সত্ত্বেও লঞ্চ চলাচল করে। কিন্তু নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট ছাড়াও ট্রলার এবং সব ছোট নৌ যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে ফেরির পর লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ হওয়ায় এ নৌরুটে চলাচলকারীরা পড়ে বিপাকে। বিআইডাব্লিটিএ আরও জানায়, আবহাওয়া ভালো হলে সব আগের মতো আবার চলাচল শুরু হবে।
এদিকে, ৮ম দিনের মতো ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আর ৫৫ দিন ধরে রাতে ফেরি চলছে না। তাই এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ এখন চরমে।