শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর জাপায় যোগদান

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় দু’শতাধিক নেতাকর্মী জাপায় যোগদান করেছে।

বৃহস্পতিবার দুপুর আড়ইটায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির এসব নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাপা দেশের একটি পরিচ্ছন্ন রাজনৈতিকদল, বড় দুই দলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ এখন জাপাকে নিয়ে স্বপ্ন দেখছে। তাই সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। জাতীয় পার্টি সম্ভবনাময় দল। দুটি দলের বাইরে জাতীয় পার্টিকেই আস্থার দল হিসেবে পেতে চায় জনগণন।

জেলা জাপার সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আলীগের সভাপতি মাহতাব হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আলীগের সহ-সভাপতি জুলফিকার আলী বুলু ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল আশেকিন রতনসহ বিএনপি ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী জাতীয়পর্টিতে যোগদান করেন।

এ সময় লালমনিরহাটের ৫টি উপজেলার জাপার নেতাকর্মীসহ রংপুর বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়