শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর জাপায় যোগদান

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় দু’শতাধিক নেতাকর্মী জাপায় যোগদান করেছে।

বৃহস্পতিবার দুপুর আড়ইটায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির এসব নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাপা দেশের একটি পরিচ্ছন্ন রাজনৈতিকদল, বড় দুই দলের অত্যাচারে অতিষ্ঠ মানুষ এখন জাপাকে নিয়ে স্বপ্ন দেখছে। তাই সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। জাতীয় পার্টি সম্ভবনাময় দল। দুটি দলের বাইরে জাতীয় পার্টিকেই আস্থার দল হিসেবে পেতে চায় জনগণন।

জেলা জাপার সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র এস এম ওয়াহিদুল হাসান সেনা, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন আলীগের সভাপতি মাহতাব হোসেন, খুনিয়াগাছ ইউনিয়ন আলীগের সহ-সভাপতি জুলফিকার আলী বুলু ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল আশেকিন রতনসহ বিএনপি ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মী জাতীয়পর্টিতে যোগদান করেন।

এ সময় লালমনিরহাটের ৫টি উপজেলার জাপার নেতাকর্মীসহ রংপুর বিভাগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়