জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের প্রতিহিংসার বিষে মরলো ১৫ লাখ টাকার মাছ। এক সঙ্গে এতবড় ক্ষতির সম্মুখীন ভুক্তভোগী এখন দিশেহারা প্রায়। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযুক্তদের মধ্য হতে ২ জনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
[৩] ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, চৌঘাট গ্রামের আবু বক্করের ছেলে সিরাজুল ইসলাম চৌঘাট মৌজায় ৪ একর পুকুর একই গ্রামের সোহেল রানার নিকট হইতে সাত মাস পূর্বে লিজ গ্রহণ করেন এবং ৫ লক্ষাধিক টাকার পোনামাছ ছেড়ে দেন। ওই পুকুর লিজ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিন ধরে পুকুরের মাছের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে বলে পুকুর মালিক সিরাজুল জানান।
[৪] এরই প্রেক্ষিতে গত ২০ অক্টোবর সকালে পুকুরে মাছ মরতে দেখে, বাড়ন্ত অবস্থায় প্রায় ১৫ লক্ষ টাকার মাছ নিধন করে প্রতিপক্ষরা। এ বিষয়ে অভিযুক্ত সাহারব হোসেন নিজেকে নির্দোষ দাবী করেন বলেন,‘পুকুরে কে বা কারা বিষ দিয়েছে তা আমার জানা নেই।’
[৫] এ বিষয়ে পুকুর মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
[৬] ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, ‘বিষ দিয়ে পুকুরের মাছ মারার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ২ জন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে, যারা যারা এই কর্মকান্ডে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: সাদেক আলী