নিজস্ব প্রতিবেদক : [২] প্রেসিডেন্টস কাপে আজ সোমবার (১৯ অক্টোবর) মাহমুদুল্লাহর দলের সাথে মুখোমুখি হবে তামিম একাদশ। এ যেন বাঁচা মরার লড়াই। কারণ যে দল হারবে, টুর্নামেনট থেকে তাদেও বিদায়।
[৩] মিরপুরের হোম অব ক্রিকেটে খেলা শুরু দুপুর দেড়টায়। তিন ম্যাচে এক জয়ে টেবিলের সবার নিচে মাহমুদুল্লার দল। একম্যাচ কম খেলে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তামিমের দল। জিতলেই ফাইনালে উঠে যাবে তারা।
[৪] তবে মাহমুদউল্লাহ একাদশ তামিমদের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী। এ ম্যাচে ঘুড়ে দাঁড়াতে চায় তারা। দুই দলের বড় সমস্যা ব্যাটিং অর্ডার।