শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মারা গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম

নিজস্ব প্রতিবেদক :টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেটের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের দুই বারের সাবেক সভাপতি, সিলেটের খ্যাতিমান সাংবাদিক আজিজ আহমেদ সেলিম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল, সিলেটের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়
রোববার রাত সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিলেট নগরের মজুমদারি এলাকার বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৮ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত নয়টায় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল আজিজ আহমদ সেলিমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে আটটায় সিএমএইচ সিলেটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নবেল বলেন, জানাজার নামাজের সময়সূচি এখন ঠিক হয়নি।

তিনি দীর্ঘ সাড়ে চার দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। জনাব সেলিম মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট অফিসের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি অবিভক্ত সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়