শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মারা গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম

নিজস্ব প্রতিবেদক :টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেটের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের দুই বারের সাবেক সভাপতি, সিলেটের খ্যাতিমান সাংবাদিক আজিজ আহমেদ সেলিম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল, সিলেটের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়
রোববার রাত সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিলেট নগরের মজুমদারি এলাকার বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৮ বছর বয়সে মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত নয়টায় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল আজিজ আহমদ সেলিমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে আটটায় সিএমএইচ সিলেটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নবেল বলেন, জানাজার নামাজের সময়সূচি এখন ঠিক হয়নি।

তিনি দীর্ঘ সাড়ে চার দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। জনাব সেলিম মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট অফিসের প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি অবিভক্ত সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়