আসিফুজ্জামান পৃথিল: [২] তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তায়্যেব এরদোগান জানান, আগেই বিদ্যমান একটি গ্যাসক্ষেত্রে নতুন করে ৮৫বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। তিনি বলেন, নতুন এই আবিষ্কারে কৃষ্ণসাগরে সাকারইয়া গ্যাস ফিল্ডের মজুদ গিয়ে দাঁড়ালো ৪০৫ বিলিয়ন ঘন মিটারে। সাবা
[৩] এরদোগান বলেনে, ‘তুরস্কের ইতিহাসে এতো বড় প্রাকৃতিক হাইড্রোকার্বনের খনি এর আগে আবিষ্কার হয়নি। কৃষ্ণসাগরে আমরা যা পেয়েছি তা কল্পনাতীত। গত আগস্টে কৃষ্ণসাগরের এক অনুসন্ধানে তুর্কি ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস খনি আবিষ্কৃত হয়। এরপর ওই এলাকায় অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দেন এরদোগান। মিডল ইস্ট মনিটর
[৪] নতুন গ্যাস খনি আবিষ্কারের তথ্য ঘোষণা করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আগস্টে আমরা ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান পেয়েছি। যা আমাদের অত্যন্ত আনন্দ দিয়েছে। মজার বিষয় হচ্ছে আমাদের হাতে আরো ভালো সংবাদ আছে। আল জাজিরা
[৫] আবিষ্কৃত খনিগুলো তুরস্কের উত্তরে উপকূলীয় ১৭০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। তুর্কি সরকার নিয়ন্ত্রিত সাকারিয়া গ্যাস ফিল্ডের আওতায় এসব খনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির প্রশাসনের দাবি, ওই এলাকায় আরো বেশ কিছু খনি আছে। সেগুলো খুঁজে বের করার জন্যে অনুসন্ধান অব্যাহত আছে। তাদের আশা, ২০২৩ সালের মধ্যেই আবিষ্কৃত এসব খনি থেকে গ্যাস উত্তোলন করা হবে। আনাদলু