শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ২৪ ঘণ্টায় সোয়া ৮ কোটি টাকা মূল্যের জাল জব্দ

সুজন কৈরী: মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশেব্যাপী অভিযান চালিয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ২৬ লাখ ৭১ হাজার ৯৫০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্টসহ অন্যান্য জাল জব্দ করেছে নৌ পুলিশ। রোববার দেশের ৩৬টি জেলার ৫৩টি নৌ পুলিশ স্টেশনের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্ব এবং নির্দেশনায় নৌ পুলিশে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেব রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট ও অন্যান্য অবৈধ জাল উদ্ধার করা হয়। এছাড়া ২ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৩৪ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করে এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ২১ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৮টি নৌকা ও ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯টি ট্রলার আটক করা হয়।

নৌ পুলিশ আরও জানায়, অভিযান শেষে মৎস আইনে ১০টি ও পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৫ জনকে শাস্তি দেয়া হয়। ২৪ জনের বিরুদ্ধে মৎস আইনে পৃথক ১০টি মামলা হয়েছে। ১ জনের বিরুদ্ধে ১ টি দন্ডবিধি মামলা হয়েছে। ২৪ জনকে মোট ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ৮ জনকে খালাস দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়