শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ২৪ ঘণ্টায় সোয়া ৮ কোটি টাকা মূল্যের জাল জব্দ

সুজন কৈরী: মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশেব্যাপী অভিযান চালিয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ২৬ লাখ ৭১ হাজার ৯৫০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্টসহ অন্যান্য জাল জব্দ করেছে নৌ পুলিশ। রোববার দেশের ৩৬টি জেলার ৫৩টি নৌ পুলিশ স্টেশনের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্ব এবং নির্দেশনায় নৌ পুলিশে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেব রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট ও অন্যান্য অবৈধ জাল উদ্ধার করা হয়। এছাড়া ২ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৩৪ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করে এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ২১ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৮টি নৌকা ও ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯টি ট্রলার আটক করা হয়।

নৌ পুলিশ আরও জানায়, অভিযান শেষে মৎস আইনে ১০টি ও পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৫ জনকে শাস্তি দেয়া হয়। ২৪ জনের বিরুদ্ধে মৎস আইনে পৃথক ১০টি মামলা হয়েছে। ১ জনের বিরুদ্ধে ১ টি দন্ডবিধি মামলা হয়েছে। ২৪ জনকে মোট ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ৮ জনকে খালাস দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়