শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ২৪ ঘণ্টায় সোয়া ৮ কোটি টাকা মূল্যের জাল জব্দ

সুজন কৈরী: মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশেব্যাপী অভিযান চালিয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ২৬ লাখ ৭১ হাজার ৯৫০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্টসহ অন্যান্য জাল জব্দ করেছে নৌ পুলিশ। রোববার দেশের ৩৬টি জেলার ৫৩টি নৌ পুলিশ স্টেশনের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্ব এবং নির্দেশনায় নৌ পুলিশে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেব রোববার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট ও অন্যান্য অবৈধ জাল উদ্ধার করা হয়। এছাড়া ২ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৫৩৪ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরন করে এবং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ২১ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৩৮টি নৌকা ও ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯টি ট্রলার আটক করা হয়।

নৌ পুলিশ আরও জানায়, অভিযান শেষে মৎস আইনে ১০টি ও পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৪৫ জনকে শাস্তি দেয়া হয়। ২৪ জনের বিরুদ্ধে মৎস আইনে পৃথক ১০টি মামলা হয়েছে। ১ জনের বিরুদ্ধে ১ টি দন্ডবিধি মামলা হয়েছে। ২৪ জনকে মোট ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ৮ জনকে খালাস দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়