মহিউদ্দিন আহমদ: ষাটের দশক। স্কুলে পড়ি। নিয়মিত বাজারে যেতাম। সচরাচর একটাকা নিয়ে। হাতে থাকত একটা চটের ব্যাগ। সাদামাটা বাজার। যেমন:
আধা সের টমেটো- ০.১২ টাকা;
আধা সের সিম- ০.১২ টাকা;
একটা ফুলকপি- ০.১২ টাকা
এক ভাগা গুড়ামাছ- ০.৫০ টাকা;
কাঁচামরিচ-ধনেপাতা- ০.০৬ টাকা
বাঁচত ০.০৬ টাকা (এক আনা)। এটা ফেরত দিতে হতো না। এতে আমার একটা 'বেবী আইসক্রিমের' দাম হয়ে যেত।
যেদিন দুটাকা নিয়ে বাজারে যেতাম, এক টাকা দিয়ে একটা মুরগি কিনতাম। আর এক আনার (০.০৬ টাকা) গরমমশলা।
আমার অন্য ভাইয়েরা বাজারে যাওয়া পছন্দ করত না। আমিই যেতাম। আমার হাতখরচের ব্যবস্থা হয়ে যেত। বাবা বাজারে যেতেন শুধু রোববারে।
বাড়িতে প্রাচুর্য ছিল না, অভাব ছিল না। ফেসবুক থেকে