বাশার নূরু: [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফন করার আগে নড়েচড়ে ওঠা শিশুটির নাম মরিয়ম রেখেছে তার পরিবার।
[৩] শিশুটির বাবা ইয়াসিন মোল্লা শনিবার বলেন, “সে এখন ভালো আছে। এখনও নিওনেটাল ওয়ার্ডে আছে।”
[৪] গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন ও শাহিনুর বেগমের দ্বিতীয় সন্তান মরিয়ম। তাদের প্রথম সন্তানের নাম ইসরাত জাহান।
[৫] ঢাকা মেডিকেলে শুক্রবার ভোরে অস্ত্রোপচার ছাড়াই এই শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করে তার বাবা ইয়াসিনের হাতে তুলে দেন চিকিৎসক। দাফনের জন্য মেয়েকে বসিলা কবরস্থানে নিয়ে যান ইয়াসিন। সেখানেই শিশুটি নড়ে ওঠে।
[৬] পরে দ্রুত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ইয়াসিন