শিমুল মাহমুদ: [২] বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জানান, একাদশ জাতীয় নির্বাচনে দল থেকে ঢাকা-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। একারণে তিনি ঢাকা-৫ থেকে ভোটার পরিবর্তন করে ঢাকা-৪ এ নিয়ে যান। এবার ঢাকা-৫ থেকে মনোনয়ন পাওয়ার পর ভোট স্থানান্তরে আবেদন করলেও নির্বাচন কমিশন সে সুযোগ দেয়নি।
[৩] এদিকে নির্বাচনে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু নিজেই আমাদের নতুন সময়কে জানান, তিনি ঢাকা-৪ আসনের ভোটার না হওয়ার ভোট দিতে পারেননি।
[৪] শনিবার দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
[৫] তিনি বলেন, কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টটদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্বপালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেয়নি। তারা নীরব ভূমিকা পালন করেছেন। সম্পাদনা: বাশার নূরু