শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যান্ডবল রেফারি ট্যালেন্ট হান্টের উদ্বোধন

রাহুল রাজ: [২] আন্তর্জাতিক মানের হ্যান্ডবল রেফারি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলায় নবনির্মিত জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে চার দিন ব্যাপী ‘রেফারি ট্যালেন্ট হান্ট-২০২০’র কার্যক্রম শুরু হয়।

[৩] বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি মো: নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে কার্যক্রমের উদ্বোধন করেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মকবুল হোসেন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির সম্পাদক আখতারুজ্জামান আওয়াল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সরকার।

[৫] জামালপুরে কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেখান থেকে বাছাই করা রেফারিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আন্তর্জাতিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পাঠানো হবে।

[৬] জামালপুরে অনুষ্ঠিত কোর্সের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সেলিম মিয়া বাবু। কোর্স পরিচালনার দায়িত্বে আছেন নাসির উল্লাহ লাবলু ও উত্তম সেন গুপ্ত।

[৭] অভিজ্ঞ পরামর্শকদের পরামর্শের অংশ হিসেবে শনিবার প্রথম দিনে অনলাইন আলোচনায় অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মালদ্বীপ জাতীয় দলের চীফ কোচ আমজাদ হোসেন।

[৮] জামালপুরের পর পর্যায়ক্রমে পঞ্চগড়, কুষ্টিয়া, ঢাকায় এ ট্যালেন্ট হান্ট কোর্স অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়