শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হ্যান্ডবল রেফারি ট্যালেন্ট হান্টের উদ্বোধন

রাহুল রাজ: [২] আন্তর্জাতিক মানের হ্যান্ডবল রেফারি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলায় নবনির্মিত জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে চার দিন ব্যাপী ‘রেফারি ট্যালেন্ট হান্ট-২০২০’র কার্যক্রম শুরু হয়।

[৩] বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি মো: নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে কার্যক্রমের উদ্বোধন করেন।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মকবুল হোসেন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল কমিটির সম্পাদক আখতারুজ্জামান আওয়াল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সরকার।

[৫] জামালপুরে কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সেখান থেকে বাছাই করা রেফারিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আন্তর্জাতিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য পাঠানো হবে।

[৬] জামালপুরে অনুষ্ঠিত কোর্সের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সেলিম মিয়া বাবু। কোর্স পরিচালনার দায়িত্বে আছেন নাসির উল্লাহ লাবলু ও উত্তম সেন গুপ্ত।

[৭] অভিজ্ঞ পরামর্শকদের পরামর্শের অংশ হিসেবে শনিবার প্রথম দিনে অনলাইন আলোচনায় অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মালদ্বীপ জাতীয় দলের চীফ কোচ আমজাদ হোসেন।

[৮] জামালপুরের পর পর্যায়ক্রমে পঞ্চগড়, কুষ্টিয়া, ঢাকায় এ ট্যালেন্ট হান্ট কোর্স অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়