শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের পেসার উমর গুলের অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের টি- টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পেসার উমর গুল সব ধরনের ক্রিকেট থেকে দিায় নিলেন। পাকিস্তানে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ থেকে বেলুচিস্তান বিদায় নেয়ার পরই মূলত থেমে গেছে উমর গুলের পথচলা। ফলে সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ৩৬ বছর বয়সী এই পেসার। বিদায় বেলায় এই তারকার চোখে ছিল জল।

[৩] গত মাসেই গুল ঘোষণা দিয়েছিলেন, ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়েই ইতি টানবেন খেলোয়াড়ী জীবনের। সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে শুক্রবার বেলুচিস্তান হেরে গিয়ে বাদ পড়ে যায় টুর্নামেন্ট থেকে। ম্যাচের পর ছোট্ট আনুষ্ঠানিকতায় তাকে বিদায় জানানো হয়। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন গুল।

[৪] ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে পাকিস্তান ক্রিকেটের মূল ¯্রােতে তার এগিয়ে চলা। পরের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। কয়েক মাস পর পা রাখেন টেস্ট ক্রিকেটেও। অভিষেক সিরিজে বাংলাদেশের বিপক্ষে নেন ১৫ উইকেট।

[৫] এরপর ক্রমেই তার এগিয়ে চলা। একসময় হয়ে ওঠেন পাকিস্তানের পেস আক্রমণের মূল ভরসা। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ছিলেন দলের বড় অস্ত্র। ২০০৭ টি-টোয়েন্ট বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে ওঠায় ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। দুটিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

[৬] উমর গুল পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছেন তিনি ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪৭ টেস্টের ক্যারিয়ারে তার শিকার ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে উইকেট ১৭৯টি ও ৬০ টি-টোয়েন্টি খেলে উইকেট ৮৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ৪৭৯টি। সব ধরনের স্বীকৃত ক্রিকেটে তার মোট শিকার ৯৮৭ উইকেট।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়