ফজলুল হক: [২] গাজীপুরের কালিায়াকৈরে শুক্রবার সকালে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
[৩] আহত ব্যক্তি হলেন, মাগুরা জেলার মাগুরা উপজেলার ধর্মদহ এলাকার কাশেম মন্ডলের ছেলে সিয়াম মন্ডল (৩৬)। সে উপজেলার কালামপুর এলাকার আলীর বাসার ভাড়াটিয়া।
[৪] আহত সিয়াম মন্ডল জানান, গজারী বন থেকে কয়েকজন ছিনতাইকারী এসে আমাকে কুপিয়ে আহত করে আমার অটোরিকশা নিয়ে চলে যায়।
[৫] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী