শিরোনাম
◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলি, স্মিথ, উইলিয়ামসন, জো রুট ও বাবর থেকে ভিলিয়ার্স সেরা

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে ব্যাট হাতে রাজত্ব করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট ও পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।

[৩] এই পাঁচ জনের চারজনকে বলা হয় বিশ্ব ক্রিকেটের বিগ ফোর। কেউ কেউ তর্কের খাতিরে বাবরকে বিবেচনা করে বিগ ফািভেরও কল্পনা করেন। তবে তাদের সবার থেকে এবি ডি ভিলিয়ার্সকে সেরা মানছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বোরেন।

[৪] ২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। যদিও বিভিন্ন সময়ে অবসর ভেঙে আবারও জাতীয় দলের হয়ে খেলার কথা জানিয়েছেন তিনি নিজেই। তবে করোনার কারণে আটকে আছে তার প্রোটিয়া দলে ফেরা।

[৫] আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও খেলা বেড়াচ্ছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দারুণ ফর্মে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান।

[৬] অবসরের নেয়ার পরও এই ডানহাতি ব্যাটসম্যানের এমন দাপটে তাকে বিগ ফোরের চেয়ে সেরা দাবি করেছেন পিটার। তিনি জানিয়েছেন, বিগ ফোরের বিষয়টি তার কাছে হাস্যকর মনে হয়। নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিগ ফোরে কোহলি, স্মিথ, উইলিয়ামসন, বাবর/রুটদের নিয়ে আলোচনা করা হয়, এটি আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ এবি ডি ভিলিয়ার্স তাদের সবার চেয়ে সেরা।

[৭] আইপিএলের চলতি আসরে ৮ ম্যাচ খেলে ৪৬ গড়ে ২৩০ রান করেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। যেখানে স্ট্রাইকরেট ১৭৯.৬৮। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তার দল। আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যানটাও বেশ সমৃদ্ধ ডি ভিলিয়ার্সের। ১১৪ টেস্ট খেলে ৫০.৬৬ গড়ে করেছেন ৮৭৬৫ রান আর ২২৮ ওয়ানডেতে ৫৩.৫ গড়ে ৯৫৭৭ রান। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়