শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনে শান্তি ফেরার পূর্বাভাস, মুক্তি পাচ্ছে ১০৮১ হুতি বিদ্রোহী

সিরাজুল ইসলাম: [২] দেশটির সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এর আওতায় বৃহস্পতিবার বিপুল হুতি বিদ্রোহীকে মুক্তি দেয়া হয়েছে। অন্যদের কাল মুক্তি দেয়া হবে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে শান্তি চুক্তির পথ সুগম হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। আলজাজিরা

[২] গত মাসে সুইজারল্যান্ডে বন্দি বিনিময় চুক্তি হয় বলে জানিয়েছেন হুতির বন্দি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল কাদের মোর্তজা। তিনি বলেন, আল্লাহর রহমতে চুক্তির আওতায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে।

[৩] এর আগে বুধবার দুই মার্কিনি এবং হুতির ২৪০ সমর্থককে মুক্তি দেয়া হয়। সৌদি আরব ও ওমানের মধ্যস্থতায় এ চুক্তি হয়। আরব নিউজ

[৪] ২০১৮ সালে স্টকহোমে জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি হয়। ১৫ হাজার বন্দির মুক্তির শর্তে ওই চুক্তি হয়েছিলো। কিন্তু পুরোপুরি চুক্তি বাস্তবায়ন হয়নি। বিবিসি

[৫] ২০১৪ সালে দেশটিতে হুতি বিদ্রোহীরা হামলা শুরু করে। দেশটির সরকারকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে হুতিকে ইরান সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ডেইলি সাবাহ

[৫] জাতিসংঘের প্রতিনিধি মার্টিন গ্রিফিথস বলেন, এ বন্দি বিনিময় মাইলফলক হয়ে থাকবে। রেডক্রসের মুখপাত্র ইয়েরা খাওয়াজা বলেন, বন্দি বিনিময়ের সময় তিনি বিমানবন্দরে ছিলেন। সৌদি গেজেট

[৬] গবেষক নেবেল খাউরী বলেন, শান্তি চুক্তির জন্য বন্দিবিনিময় ছিলো অন্যতম প্রধান অস্ত্র। আলজাজিরা

[৭] ইয়েমেনে গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ভেঙ্গে পড়েছে অর্থনীতি। দেশটির ৮০ ভাগ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়