কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার শ্রমবাজার উন্মুক্তকরণে ‘বাংলাদেশ-মালয়েশিয়া’ ভার্চুয়াল সভায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এ কথা বলেন।
[৩] সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শহিদুল ইসলাম, বিএমইটি’র মহাপরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত সচিব বশির আহমেদ এবং কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম অংশগ্রহণ করেন।
[৩] সুষ্ঠু শ্রম অভিবাসনের স্বার্থে বাংলাদেশ সকল বৈধ রিক্রুটিং এজেন্টের তালিকা মালয়েশিয়াকে দিবে এবং মালয়েশিয়া রিক্রুটিং এজেন্ট নির্বাচন করবে বলে উভয় মন্ত্রী একমত হন।
[৪] রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ডাটাবেইজ থেকে কর্মী সংগ্রহ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ন্যায্য সার্ভিস মূল্য প্রদানসহ পুরো প্রক্রিয়া মনিটরিং করা হবে একটি সমন্বিত অনলাইন সিস্টেমের মাধ্যমে।
[৫] কর্মী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়েও উভয় দেশ একমত পোষন করে।
[৬] মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের রিক্রুটমেন্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে শীঘ্রই উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে।
[৭] ইমরান আহমেদ মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে সে দেশের মানব সম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সম্পাদনা: বাশার নূরু