ডেস্ক নিউজ: বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা জজ মো. জাহিদুল কবির এ আদেশ দেন। এ মামলার একমাত্র আসামি রাশেদুল ইসলাম রাজিব পলাতক রয়েছে।
কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর পিপি মো. মিজানুর রহমান চৌধুরী জানান, ২০১৫ সালের ১৪ নভেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার হরিশপুরে বাবার বাড়ি থেকে ওই শিক্ষিকাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ১৬ নভেম্বর একই উপজেলার কাকৈরতলা গ্রামের আবদুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম রাজিবকে আসামি করে মামলা দায়ের করে ভিকটিমের বড় ভাই।
মামলার সূত্র ধরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষীগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক এ রায় দেন।
তাকে কারাদণ্ড ছাড়াও অর্থদণ্ড দিয়েছেন আদালত।