এইচ এম মিলন: [২] ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনামুক্ত জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবান দিয়ে হাত ধুয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো. লিমন হোসেন, পুর্ব এনায়েতনগর ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল আকন ও পৌরসভা তাঁতীলীগের সভাপতি মো. জামাল হোসেন প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী