শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ী সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মাহবুব লিটু: [২] ‌কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

[৩] বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় একতা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

[৪] ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুর অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, জছিমিঞা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিবিএফজি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখা খাতুন প্রমূখ।

[৫] বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম জানান, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণার সূচক সমূহ অর্জিত হওয়ায় সদর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। এ ইউনিয়নে চলতি বছরে বাল্যবিবাহের হার ২ দশমিক ৩৪ শতাংশ। ছাত্রীদের ঝড়ে পড়ার হার ১ দশমিক ৪৮ শতাংশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়