শিরোনাম
◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ী সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মাহবুব লিটু: [২] ‌কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।

[৩] বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় একতা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

[৪] ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুর অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, জছিমিঞা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, বিবিএফজি প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখা খাতুন প্রমূখ।

[৫] বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম জানান, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের শর্ত অনুযায়ী প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণার সূচক সমূহ অর্জিত হওয়ায় সদর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। এ ইউনিয়নে চলতি বছরে বাল্যবিবাহের হার ২ দশমিক ৩৪ শতাংশ। ছাত্রীদের ঝড়ে পড়ার হার ১ দশমিক ৪৮ শতাংশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়