মানিকগঞ্জ প্রতিনিধি: [২] বুধবার বেলা ১২ টার দিকে পাটুরিয়া ৫ নং ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আরোয়া ইউনিয়নের তেঘুরি গ্রামের লাভলু মিয়ার ছেলে।
[৩] শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর জানান, ৫ নং ফেরি ঘাটের কাছে তেঘুরি এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় একটি জীপ গাড়ি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৪] তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সেলিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জীপ গাড়িটিকে জব্দ করা হয়েছে এবং এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ