শিরোনাম
◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার ◈ ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ◈ জোটে যাওয়ার বিষয়ে যা জানাল এনসিপি ◈ যে কারনে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত ◈ কুমিল্লা টাকার লোভে গলাকাটা হত্যা: সজিব গ্রেপ্তার, সিরাজের খোঁজে অভিযান ◈ বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আবুধাবীর টিম হো‌টে‌লে ক্রীড়া উপ‌দেষ্টা আ‌সিফ মাহমুদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার স্থগিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

রাহুল রাজ: [২] করোনার দাপটে ক্রিকেটের আরো একটি আসর স্থগিত হয়ে গেল। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। কিন্তু প্রাণঘাতী ভাইরাসটির দাপটে তা স্থগিত করে ২০২১ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৩] অবশ্য শুধু অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়। চলতি বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) যতগুলো আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করোনা অতিমারির কারণে এরসবই স্থগিত করে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে। সময় সুযোগ বুঝে ওই বছরে তা আয়োজিত হবে।

[৪] মঙ্গলবার (১৩ অক্টোবর) এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

[৫] তিনি বললেন, ‘শুধু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়, চলতি বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যতগুলো আসর ছিল এরসবই আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। সময় সুযোগ বুঝে এরসবই ২০২১ সালে আয়োজিত হবে।’

[৬] সম্প্রতি বিসিবি’র ডেম ডেভলপমেন্ট বিভাগ অনূর্ধ্ব-১৯ যুবাদের যে দলটি গঠন করেছে তাদের প্রথম বড় কোন অ্যাসাইনমেন্ট ছিল এই এশিয়া কাপ। কিন্তু তা আর হচ্ছে না, অপেক্ষা করতে হচ্ছে আগামী বছর পর্যন্ত।

[৭] বাছাই পর্ব উতরে আসা দুটি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়োজক সংযুক্ত আরব আমিরাতসহ মোট আটটি দলের যুবা এশিয়া কাপে অংশগ্রহনের কথা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়