শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮২ রানে বড় জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স

রাহুল রাজ : [২] ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ব্যাটসম্যানেরা ব্যস্ত ছিল সাজঘরে আসা-যাওয়ার মাঝে। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১২ রানেই থেমে যায় কেকেআর। ফলে ৮২ রানের বড় জয় নিজেদের করে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

[৩] এর আগে টসে জিতে শুরুটা করেছিলেন রয়েলের পক্ষে দেবদূত পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ। শেষটা করলেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিলেন ডি ভিলিয়ার্স।

[৪] প্রোটিয়া এই ব্যাটসম্যানের তান্ডবেই ২ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৯৫ রান।

[৫] শারজায় আইপিএলের ২৮ তম ম্যাচে দুই ওপেনার পাডিক্কেল আর ফিঞ্চ ৪৬ বলে গড়েন ৬৭ রানের জুটি। ২৩ বলে ৩২ করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন পাডিক্কেল। ফিঞ্চকে বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। ৩৭ বলে ৪৭ রান আসে অস্ট্রেলিয়ান ওপেনারের ব্যাট থেকে।

[৬] পরের সময়টা শুধুই ডি ভিলিয়ার্সের। সঙ্গী হিসেবে নিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। ৪৬ বলে ১০০ রানের হার না মানা জুটি গড়েন তারা। যার মূল অবদান ডি ভিলিয়ার্সের।

[৭] ২৩ বলে ফিফটি পূরণ করা ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। ম্যাচ সেরার খেতাবটাও দখল করেন এই ৩৬০ ডিগ্রী ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়