শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮২ রানে বড় জয় পেল রয়েল চ্যালেঞ্জার্স

রাহুল রাজ : [২] ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ব্যাটসম্যানেরা ব্যস্ত ছিল সাজঘরে আসা-যাওয়ার মাঝে। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১২ রানেই থেমে যায় কেকেআর। ফলে ৮২ রানের বড় জয় নিজেদের করে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

[৩] এর আগে টসে জিতে শুরুটা করেছিলেন রয়েলের পক্ষে দেবদূত পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ। শেষটা করলেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিলেন ডি ভিলিয়ার্স।

[৪] প্রোটিয়া এই ব্যাটসম্যানের তান্ডবেই ২ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৯৫ রান।

[৫] শারজায় আইপিএলের ২৮ তম ম্যাচে দুই ওপেনার পাডিক্কেল আর ফিঞ্চ ৪৬ বলে গড়েন ৬৭ রানের জুটি। ২৩ বলে ৩২ করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন পাডিক্কেল। ফিঞ্চকে বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। ৩৭ বলে ৪৭ রান আসে অস্ট্রেলিয়ান ওপেনারের ব্যাট থেকে।

[৬] পরের সময়টা শুধুই ডি ভিলিয়ার্সের। সঙ্গী হিসেবে নিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। ৪৬ বলে ১০০ রানের হার না মানা জুটি গড়েন তারা। যার মূল অবদান ডি ভিলিয়ার্সের।

[৭] ২৩ বলে ফিফটি পূরণ করা ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। ম্যাচ সেরার খেতাবটাও দখল করেন এই ৩৬০ ডিগ্রী ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়