শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষেপণাস্ত্র হামলায় আর্মেনিয়ায় আরও ২৫ সেনা ও আজারবাইজানে ৯ নাগরিক নিহত

সিরাজুল ইসলাম: [২] শনিবার রাতেও উভয়পক্ষ ব্যাপক হামলা করেছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কয়েকটি শহর। নাগরনো-কারাবাখ অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সঙ্গে যুদ্ধে মোট ৪২৯ আর্মেনিয় সেনা নিহত হয়েছেন। আলজাজিরা

[৩] আজারবাইজানের গানজা শহরে শনিবার রাতভর আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হওয়ার দাবি করেছে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের টুইটারে বলা হয়, হামলায় ৩৩ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। আরব নিউজ

[৪] শুক্রবার রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। শনিবার দুপুর ১২টায় এ চুক্তি কার্যকর করার হওয়ার কথা ছিলো। এর পাঁচ মিনিট পরেই আজারবাইজান হামলা চালায় বলে অভিযোগ করে আর্মেনিয়া।

[৫] আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ অস্ত্রবিরতির মেয়াদ সাময়িক। যুদ্ধক্ষেত্র থেকে মরদেহ উদ্ধার করে দুই পক্ষের কাছে হস্তান্তর করতে রেড ক্রসের যে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত তা স্থায়ী হবে। ডেইলি সাবাহ

[৬] নাগরনো-কারাবাগ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। আর্মেনিয়ার সহায়তা নিয়ে ১৯৯০ সাল থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে জাতিগত আর্মেনিয়রা। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়। বাস্তুচ্যুত হয় ১০ লাখ আজেরিয়। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়