আসিফুজ্জামান পৃথিল: [২] গতবছর এই মেট্রোলাইনের বিরুদ্ধে বড় ধরণের আন্দোলনে নেমেছিলেন পরিবেশবাদীরা। তবে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার তখন এটিকে গুরুত্ব দিতে রাজি ছিলো না। এনডিটিভি
[৩] এই এলাকার ২৭০০ গাছ কাটতে চেয়েছিলো সরকার। উদ্দেশ্য ছিলো মেট্রো প্রকল্পের জন্য কারশেড নির্মান করা। রোববার বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, এটিকে সংরক্ষিত বণাঞ্চল ঘোষণা করা হয়েছে। কাঞ্জুমার্গ এলাকায় নতুন শেড তৈরি করা হবে। কিন্তু এরপরেও প্রকল্পের খরচ বাড়বে না। এএনআই
[৪] উদ্ধব বলেন, ‘কার শেড নিয়ে সকল শঙ্কা দূর হয়ে গেছে। আরে এলাকরি জীববৈচিত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। শহুরে অংশেই রয়েছে ৮০০ একর বন। এটা মুম্বাইয়ের প্রাকৃতির বন আবরণ।’ দ্য হিন্দু
[৫] মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, প্রতিবাদকারীদের উপর রুজু করা সকল মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। পরিবেশমন্ত্রী আদিত্য ঠাতরে বলেছেন, এই বিক্ষোভকারীরা গ্রহের ভবিবষ্যতের জন্য এবং আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছিলো। তারা সম্মানিত মানুষ।