শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: শেখ হাসিনারই তো দায়িত্ব একটা ‘শক্ত’ বিরোধীদল বানানো!

সাদিয়া নাসরিন: এপার্ট ফ্রম জোক, কয়দিন ধরেই সিরিয়াসলি জানতে মন চাইতেসে, এই যে আপনারা “বিকল্প নাই” বলে সবসময় ট্রোল করেন, ধরেন আগামীকাল বিকাল পাঁচটার সময় শেখ হাসিনা ঘোষণা দিলেন যে তিনি নিজেই তাঁর ‘পতঞ্চান’, এবং যোগ্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান।

এখন আপনারাই বলেন, সেই যোগ্য দল আসলে কোনটা? যে কোন বিবেচনায়।

বিএনপির যে অবস্থা তাদেরকে এখন রাষ্ট্রক্ষমতা ‘জাউভাত’ করে নরোম করে গিলাইলেও গিলতে পারবেনা। আর, আম-জাম-বাম-নুরা-ধুরা, চিন্তক-সাধু-বাবু-বুড়া সব মিলিয়েই তো ‘সমগ্র বাংলাদেশ পাঁচ টন’ হয়না, মানে পঞ্চাশটা সিট হয়না। সুষ্ঠু ভোটের দরকার নাই। রাতের ভোট করলেও সিলেকটিভ প্রার্থিও তো নাই। সেইটা তো প্রমাণিত।

এই অবস্থায় শেখ হাসিনারেই ঠিক করতে হবে ক্ষমতা ছাড়লে কার হাতে ছাড়বেন। মানে শেখ হাসিনারই তো দায়িত্ব একটা ‘শক্ত’ বিরোধীদল বানানো, যাদেরকে ক্ষমতার কলাটা ছিলে একমুঠ চিনাবাদাম সহ ব্লেন্ড করে খাওয়ানো যাবে। তাই না?

আর সেইটা না করলে আরো একবার ‘ফ্যাসিস্ট’ হাসিনার ‘পতঞ্চাই’ ?
“পতঞ্চাই, পতঞ্চাই
দিতে হবে, দিতে হবে
‘পতন’ দিতে হবে”

এইবেলা আসেন কে কতো “হা হা” মারতে পারেন, মাইরা যান

  • সর্বশেষ
  • জনপ্রিয়