লিহান লিমা: [২] দাসত্ব বিরোধী সংস্থা ওয়াক ফ্রি এর সহ-প্রতিষ্ঠাতা গ্রেস ফরেস্ট বলেন, বিশ্বের ২ কোটি ৯০ লাখ নারী ও কিশোরী জোরপূর্বক শ্রম, বিয়ে, যৌতুক ও অভ্যন্তরীণ দাসত্বের শিকার। ইউরো নিউজ
[৩]শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বের ১৩০জন নারী ও কিশোরীর মধ্যে প্রতি ১ জন আধুনিক দাসত্বের কবলে পড়েছেন। অর্থাৎ, বর্তমানে বিশ্বে যে সংখ্যাক নারী ও কিশোরী দাসত্ব নিয়ে বাস করছেন তা মানব সভ্যতার ইতিহাসে যে কোনো সময়ের তুলনায় অত্যাধিক। এই সময় তিনি আরো বলেন, আধুনিক দাসত্ব হলো পদ্ধতিগতভাবে কোনো ব্যক্তির স্বাধীনতাকে ক্ষুণ্ন করা, যেখানে এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তি ব্যক্তিগত বা অর্থনৈতিক লাভের স্বার্থজনিত শিকার হন।
[৪]ওয়াক ফ্রি, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থার যৌথ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ‘এদের মধ্যে ৯৯ শতাংশ নারী জোরপূর্বক যৌন নিগ্রহ, ৮৪ শতাংশ জোরপূর্বক বিয়ে এবং ৫৮ শতাংশ জোরপূর্বক শ্রমের শিকার।’