শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গোয়ালন্দে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

[৩] এ ঘটনায় শনিবার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।

[৪] ধর্ষণের দায়ে অভিযুক্ত সাব্বির শেখ (১৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপারচক গ্রামের আ. সালাম শেখের ছেলে।

[৫] অভিযোগ সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ি হওয়ায় সাব্বির ওই স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ সেপ্টেম্বর স্কুল ছাত্রীর মা তার বড় মেয়ের শশুর বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে ওই স্কুল ছাত্রী একা বাড়িতে থাকার সুযোগে অভিযুক্ত সাব্বির স্কুল ছাত্রীর সাথে দেখা করতে তার ঘরে যায়। এসময় স্কুল ছাত্রীকে বিয়ের প্রলভোন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। স্কুলছাত্রীর কান্নাকাটি করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্ত সাব্বির সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর মা বিভিন্ন ভাবে বিষয়টি তার মেয়ের কাছে জানতে চাইলে কিছুই বলেনি ওই স্কুলছাত্রী। এক পর্যায়ে স্কুল ছাত্রীর ভগ্নিপতির কাছে ওই ঘটনা খুলে বলে সে। পরবর্তীতে পরিবারের সবার সাথে পরামর্শ করে শনিবার গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে স্কুলছাত্রীর মা।

[৬] এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য রাজবাড়ী সিভিল সার্জন অফিসে এবং গ্রেফতারকৃত সাব্বির শেখকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়