শিরোনাম

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিমহামারী আগেই ছড়িয়েছিল বিশ্বে, উহান শুধু ভাইরাসের খবর দিয়েছিল, দাবি চীনের

রাশিদুল ইসলাম : [২] চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং বেইজিংয়ের একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন, তার দেশের ওপর দোষ চাপাচ্ছে সারাবিশ্ব। অথচ করোনা সংক্রমণ উহান থেকে ছড়ায়নি। হুয়ার বক্তব্য, মারণ ভাইরাসের খবর যখন দিয়েছিল উহান তার অনেক আগেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা জায়গায়। সিনহুয়া

[৩] করোনাভাইরাসের জিনোম সিকুয়েন্স অর্থাৎ জিনের গঠন বিন্যাস পরীক্ষা করে এমনটাই জানা গেছে, দাবি চীনের। হুয়া বলছেন, চীন সবচেয়ে আগে করোনাভাইরাসের জিনের গঠন সামনে এনেছিল। তার মানে এই নয় যে, ভাইরাস চীন থেকেই ছড়িয়েছে।

[৪] এক্ষেত্রে মার্কিন দাবি নাকচ করে হুয়া বলছেন, উহানের বায়োসেফটি ল্যাবরেটরি থেকে ভাইরাল ছড়ানোর খবর রটেছে। সেটা একেবারেই সঠিক নয়। যুক্তরাষ্ট্র এই ভুয়ো খবর ছড়িয়েছে সারা বিশ্বে।

[৫] মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি ছিল, সংক্রমণ যখন চীনেই মহামারীর পর্যায়ে যাচ্ছিল সে তথ্যও সঠিক ভাবে আন্তর্জাতিক মহলকে জানায়নি দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়