আজিজুল ইসলাম: [২] যশোরের খাজুরায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এছাড়া ট্রাকের ড্রাইভার ও সাবান কোম্পানীর এক প্রতিনিধি আহত হয়েছেন।
[৩] শুক্রবার (৯ অক্টোবর ) সকালে যশোর-মাগুরা মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার আমির হোসেন (২৪) বাগেরহাটের মোল্লারহাট উপজেলার নগরকান্দি গ্রামের শাহজাহান মোল্যার ছেলে । আহত দু’জনের মধ্যে চালকের পরিচয় পাওয়া যায়নি। অন্যজন আসাদুল ইসলাম (২২) সাতক্ষীরা সদরের গৌরকুমারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ।
[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাল বোঝাই (সাতক্ষীরা-ন-১১-০১৩২) ট্রাক মহাসড়কের সেকেন্দারপুর স্কুলের পেছনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা হেলপার ট্রাকের নিয়ে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় চালক ও ট্রাকের ভেতরে থাকা ডায়নামিক কনজুমার এন্ড কেমিক্যাল কোম্পানীর প্রতিনিধি।
[৫] এলাকাবাসী তাদের উদ্ধার করে খাজুরায় ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠালে এর মধ্যে ড্রাইভার সুযোগ বুঝে পালিয়ে যায়। সাতক্ষীরা গামী এ ট্রাকটিতে ওই কোম্পানীর সাবান ও ডিটারজেন্ট পাউডার বোঝাই ছিল। খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জুম্মান খান জানান, উল্টে যাওয়া ট্রাক ও মালামালের নীচে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
[৬] পরে ফায়ার সার্ভিসের বাঘারপাড়া ইউনিটের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বর্তমানে ট্রাকসহ মালামাল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী