শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান আসাদ: আমি বৈষম্য ও সহিংস ব্যবস্থার বদল চাই

খান আসাদ: আমি বৈষম্য ও সহিংস ব্যবস্থার বদল চাই। সেটা সম্ভব, সম্পদের সুষম বণ্টন, সামাজিক মালিকানা (সমবায়, সামাজিক ব্যবসা, রাষ্ট্রীয় মালিকানা), ব্যাসিক ইনকাম, স্থানীয় স্বশাসন, বিজ্ঞান চেতনার শিক্ষা, জাতীয় সংস্কৃতির বিকাশ, নারী-পুরুষের সমতা, পরিবেশ-প্রতিবেশ রক্ষা ও স্থায়িত্বশীল মানবিক উন্নয়নের মাধ্যমে। এ ধরনের সমাজবদলের কর্মসূচি নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার পক্ষে আমার অবস্থান। যতোদিন এই দাবি নিয়ে কোন দল শক্তিশালী না হচ্ছে, ততোদিন সামাজিক আশু সমস্যা যেমন, মৌলবাদ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, পরিবেশ রক্ষা, বিজ্ঞান চেতন বিকাশ ইত্যাদি নিয়ে সামাজিক আন্দোলন করতে চাই। সামাজিক আন্দোলনের মাধ্যমে গনক্ষমতার বিকাশ ও গণসচেতনতা গড়ে তুলতে চাই।

এই সময় আপনি এসে বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চান, বর্তমান সরকারের পতন চান, রেজিম চেঞ্জ চান। এটা আপনার শাসক শ্রেণীর লেজুড় অবস্থানের ফল। আমি প্রশ্ন করতে থাকব, রেজিমচেঞ্জ করে, আপনি কি অর্জন করতে চান? প্রশ্ন করতে থাকবই কারণ, আপনার জামাত বিএনপি ক্ষমতায় আনার রেজিমচেঞ্জের রাজনীতি আমার সিস্টেমচেঞ্জের রাজনীতিকে এজেন্ডা থেকে দুরে সরিয়ে দিচ্ছে, আড়াল করছে। আমি যখন সিস্টেমচেঞ্জের কথা বলি, আপনি আমাকে ক্ষমতাসীন দলের ‘সমর্থক’ হিসেবে দেখাতে চান কেন? কারণ আপনি নিজে জামাতকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু আমি আপনার এই রাজনীতির সাথে নেই, এই জন্যতো? আসেন সামাজিক আন্দোলনে মনোযোগ দেই। নারীর প্রতি সহিংসতা কিভাবে কমানো যায়, সেই চেষ্টা করি। আর সিস্টেমচেঞ্জের রাজনীতিকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সেই পথ অনুসন্ধান করি, জনসচেতনতা গড়ে তুলি, গণক্ষমতার বিকাশ ঘটাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়