ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরের গল্লামারীতে ভাগ্নিকে (১১) ধর্ষণের অভিযোগে খালু চুন্নুকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গল্লামারীতে চুন্নুকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ১১ বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ তুলেছে স্থানীয়রা। আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
এর আগে খুলনার পাইকগাছায় বোনের বাড়ির সবাইকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে মামা আছানুর রহমান গাজীর (২৮) বিরুদ্ধে। এ ঘটনার ছয় দিন পর থানায় মামলা দায়ের করেছেন ওই কিশোরীর বাবা। পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত আছানুরকে গ্রেফতার করে পুলিশ।বাংলানিউজ