সুজন কৈরী: ফরিদপুরের কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ একজন মদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতের নাম মো. রাশেদ মোল্লা (৩০)।
বুধবার কোতয়ালীর কানাইপুর বাজারের মেইন রোড সংলগ্ন উৎসব হেয়ার কাটিং সেলুনের সামনে থেকে তাকে আটক করে র্যাব-৮।
ব্যাটালিয়নের সিপিসি-২ এর ফরিদপুর ক্যাম্পের সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, গোপন তথ্যে জানা যায়, কোতয়ালী এলাকায় দীর্ঘদিন ধরে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা কেনা-বেচা করছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে বুধবার রাতে ইয়াবা বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় রাশেদকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, ১টি মোটর সাইকেল, মাদক বিক্রিত নগদ ১৩ হাজার টাকা এবং ৩টি সীমকার্ডসহ ২ মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাশেদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা দেবাশীষ জানান, রাশেদ উদ্ধার ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফরিদপুরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করছিলেন।
উদ্ধার অস্ত্র-গুলি, ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটককৃতের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।