রক্সী খান : [২] মাগুরার শ্রীপুর উপজেলার দুরাননগর এলাকায় শুক্রবার সড়ক দূর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
[৩] তিনি একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।
[৪] শ্রীপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, রাজবাড়ি জেলার একটি বিয়ে বাড়িতে অংশ নিতে তিনি শুক্রবার দুপুরে মটর সাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। পথে দুপুর ১ টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সে মারা যায়। নিহত পুলিশ সদস্য নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ