শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতের নিকুঞ্জে রোফিকা রুমা ইতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ: শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে রুমাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোফিকা রুমা ইতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'সময় টিভির' ক্রীড়া সংবাদিক হুমায়ূন কবির রোজের ছোট বোন। সূত্র: ডিবিসি নিউজ

ইতির মৃত্যুকে তার স্বামী আত্মহত্যা বললেও ভাই হুমায়ুন কবির রোজের সন্দেহ তার বোনকে হত্যা করা হয়েছে।

স্বজনরা জানান, রোফিকা রুমা ইতি তার স্বামী জামাল হোসেন ও ছেলে এহসান হোসেন ইজাজকে নিয়ে নিকুঞ্জ এলাকার জামতলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। আগে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন ইতি। সাড়ে ৫ বছর আগে তাদের বিয়ে হয়। রুমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্বামী জামাল হোসেন দাবি করেন, বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তর্কাতর্কির পর ইতি বাসা থেকে বেরিয়ে যেতেও চান। তখন তিনি তাকে বাধা দেন। এরপর রাত ২টার দিকে জামাল ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইতিকে দেখেন তিনি।

ইতির বড় ভাই ক্রীড়া সংবাদিক হুমায়ূন কবির রোজ বলেন, আমার বোন মানসিকভাবে খুবই শক্ত ছিলো। যে কোনো ধরনের সমস্যাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করত। স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের পারিবারিক কিছু সমস্যা হচ্ছিোল। সবকিছু বিবেচনা করে আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না সে আত্মহত্যা করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।

পুলিশ জানায়, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়