শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতের নিকুঞ্জে রোফিকা রুমা ইতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ: শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে রুমাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোফিকা রুমা ইতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'সময় টিভির' ক্রীড়া সংবাদিক হুমায়ূন কবির রোজের ছোট বোন। সূত্র: ডিবিসি নিউজ

ইতির মৃত্যুকে তার স্বামী আত্মহত্যা বললেও ভাই হুমায়ুন কবির রোজের সন্দেহ তার বোনকে হত্যা করা হয়েছে।

স্বজনরা জানান, রোফিকা রুমা ইতি তার স্বামী জামাল হোসেন ও ছেলে এহসান হোসেন ইজাজকে নিয়ে নিকুঞ্জ এলাকার জামতলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। আগে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন ইতি। সাড়ে ৫ বছর আগে তাদের বিয়ে হয়। রুমার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্বামী জামাল হোসেন দাবি করেন, বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তর্কাতর্কির পর ইতি বাসা থেকে বেরিয়ে যেতেও চান। তখন তিনি তাকে বাধা দেন। এরপর রাত ২টার দিকে জামাল ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইতিকে দেখেন তিনি।

ইতির বড় ভাই ক্রীড়া সংবাদিক হুমায়ূন কবির রোজ বলেন, আমার বোন মানসিকভাবে খুবই শক্ত ছিলো। যে কোনো ধরনের সমস্যাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করত। স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের পারিবারিক কিছু সমস্যা হচ্ছিোল। সবকিছু বিবেচনা করে আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না সে আত্মহত্যা করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।

পুলিশ জানায়, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়