শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের মানসিক ক্ষমতা মূল্যায়ন করবে কংগ্রেস, পেলোসির উদ্যোগে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিদুল ইসলাম : [২] এক কথায় বলা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ এটি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে শুক্রবার কংগ্রেস আলোচনা করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের পেলোসি বলেন ট্রাম্প মানসিকভাবে সুস্থ ও শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম কি না তা যাচাই করা হবে। স্পুটনিক

[৩] পেলোসির এ উদ্যোগে ভীষণ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটে ট্রাম্প বলেছেন ‘উত্তেজিত ন্যান্সি পেলোসিকেই বরং পর্যবেক্ষণে রাখা উচিত, কিন্তু কেউ তা বলছে না’।

[৪] মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীতে বলা হয়েছে- প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্র্রাম্প কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেও ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন নি।

[৫] পেলোসি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনার পাশাপাশি একটি কমিশন গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে যেটি ট্রাম্পের অবস্থা স্বাভাবিক কি না তা যাচাই করবে। পেলোসির অভিযোগ ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইটহাউস স্বচ্ছ কোনো বক্তব্য দিচ্ছে না।

[৬] ন্যান্সি পেলোসি বলেন, দেশে এ মুহূর্তে যে অবস্থা চলছে তার বিপরীতে অবস্থানে রয়েছেন ট্রাম্প এবং তিনি কোভিড নিয়ে ঠাট্টা-মশকরা করছেন। ন্যান্সির পাশে এ উদ্যোগে রয়েছেন ম্যারিল্যান্ড ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাসকিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়