শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের মানসিক ক্ষমতা মূল্যায়ন করবে কংগ্রেস, পেলোসির উদ্যোগে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিদুল ইসলাম : [২] এক কথায় বলা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ এটি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য সাংবিধানিক পদক্ষেপ নিয়ে শুক্রবার কংগ্রেস আলোচনা করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের পেলোসি বলেন ট্রাম্প মানসিকভাবে সুস্থ ও শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম কি না তা যাচাই করা হবে। স্পুটনিক

[৩] পেলোসির এ উদ্যোগে ভীষণ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটে ট্রাম্প বলেছেন ‘উত্তেজিত ন্যান্সি পেলোসিকেই বরং পর্যবেক্ষণে রাখা উচিত, কিন্তু কেউ তা বলছে না’।

[৪] মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীতে বলা হয়েছে- প্রেসিডেন্ট অসুস্থ হলে এবং দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্র্রাম্প কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেও ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন নি।

[৫] পেলোসি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে ২৫তম সংশোধনী নিয়ে আলোচনার পাশাপাশি একটি কমিশন গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে যেটি ট্রাম্পের অবস্থা স্বাভাবিক কি না তা যাচাই করবে। পেলোসির অভিযোগ ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে হোয়াইটহাউস স্বচ্ছ কোনো বক্তব্য দিচ্ছে না।

[৬] ন্যান্সি পেলোসি বলেন, দেশে এ মুহূর্তে যে অবস্থা চলছে তার বিপরীতে অবস্থানে রয়েছেন ট্রাম্প এবং তিনি কোভিড নিয়ে ঠাট্টা-মশকরা করছেন। ন্যান্সির পাশে এ উদ্যোগে রয়েছেন ম্যারিল্যান্ড ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাসকিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়