শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নজীবের নামে স্টেডিয়াম হচ্ছে আফগানিস্তানে

স্পোর্টস ডেস্ক: [২] দিন দুইয়েক আগে মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন নজীব তারাকাই। এই আফগান ওপেনারের মৃত্যুতে শোকেস্তব্ধ দেশটি। এর মাঝেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে নজীবের নামে স্টেডিয়াম হবে দেশটিতে।

[৩] বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসিবি জানায়, নজীবের সন্মানে নঙ্গরহারে নির্মাণাধীন বেহশুদ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তারাকাইয়ের নামে রাখা হবে। এই ব্যাপারে এসিবি চেয়ারম্যান ফারহান ইউসুফজাই বলেন, ‘তারাকাই পুরো দেশকে ভালোবাসতেন।

[৪] গৌরব ও বীরত্বের সাথে আফগানিস্তান জাতীয় দলে খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন। এই বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সন্দেহ নেই যে নজীব তারাকাই বড় নৈতিকতার অধিকারী এবং দেশের এক বড় সম্পদ ছিলেন। এমন পরিণিতিতে আমরা মর্মাহত।’

[৫] গত ২ অক্টোবর, শুক্রবার এক সড়ক দুর্ঘটনার শিকার হন নজীব। আফগানিস্তানের জালালাবাদের ভয়াবহ সেই দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন তিনি। সাথে সাথেই তাকে নেওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে ডাক্তাররা নিশ্চিত করেন কোমায় চলে গেছেন নজীব।

[৬] সেই কোমা থেকে আর উঠতে পারেনি। তিন দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৬ অক্টোবর, মঙ্গলবার পৃথিবীর মায়া ত্যাগ করেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

[৭] জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে ম্যাচের পাশাপাশি ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নজীব। গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ হাজার রান ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৫৩ রান রয়েছে নজীবের।-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়