শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

জাকারিয়া হোসেন: [২] সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে বাড়ি সীমানা নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত হরমান খান (৫০), মারাজ খান (২৮) ও আব্দুল মনাফ (৪৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছৈদ উল্লাহ (২৫), তামজিদ (১৭) ও দুলাল(৩৫)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার পুকিডহর গ্রামের আরজু খান ও একই গ্রামের ফিরোজ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ৬ জনই আরজু খানের পক্ষের। আহতদের মধ্যে হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বাগতম জানান, হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ছৈদ উল্লাহ, তামজিদ ও দুলালকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

[৬] ডা. স্বাগতম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফের শরীরে আগ্নেয়াস্ত্রের গুলির চিহ্ন রয়েছে।

[৭] দিরাই থানার ওসি মো. আশরাফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কিনা নিশ্চিত নয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়