জাকারিয়া হোসেন: [২] সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে বাড়ি সীমানা নিয়ে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত হরমান খান (৫০), মারাজ খান (২৮) ও আব্দুল মনাফ (৪৮) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছৈদ উল্লাহ (২৫), তামজিদ (১৭) ও দুলাল(৩৫)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
[৪] স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার পুকিডহর গ্রামের আরজু খান ও একই গ্রামের ফিরোজ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ৬ জনই আরজু খানের পক্ষের। আহতদের মধ্যে হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[৫] দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বাগতম জানান, হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ছৈদ উল্লাহ, তামজিদ ও দুলালকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
[৬] ডা. স্বাগতম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত হরমান খান, মারাজ খান ও আব্দুল মনাফের শরীরে আগ্নেয়াস্ত্রের গুলির চিহ্ন রয়েছে।
[৭] দিরাই থানার ওসি মো. আশরাফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কিনা নিশ্চিত নয়। সম্পাদনা: সাদেক আলী