রেজাউল করিম: [২] বৃহস্পতিবার রাত ১২.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন গোপরেখী পাওয়ার ক্লাব ঘরের ভিতর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
[৩] এসময় প্রকাশ্য আইপিএল জুয়া খেলার অপরাধে ১০ জন জুয়াড়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত নগদ ৮ হাজার ২৫৭ টাকা, ৮ টি মোবাইল, ১২ টি সিম, ওয়ালটন টিভি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.মঈন উদ্দিন এর আদালতে হাজির করা হলে প্রকাশ্যে আইপিএল জুয়া খেলার অপরাধে প্রত্যেককে দণ্ডিত করেন।